


এ এস এম সিফাত বরগুনা:
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। দু’পক্ষের ধাওয়া পালটা ধাওয়া শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাদল খান সাংবাদিকদের মঞ্চ থেকে জোড় পূর্বক নামিয়ে দিতে গেলে, সাংবাদিকরা প্রতিবাদ জানান। এ সময় বাদল খান ও তার সমর্থকরা সাংবাদিকদের শারীরিক ভাবে লাঞ্চিত করে এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতাকর্মীরা মঞ্চ থেকে নেমে গেলে প্রথম অধিবেশন পন্ড হয়ে যায়। যদিও বিকেলে পুন:রায় সম্মেলনের কারযক্রম শুরু হয়েছে।