


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের সদর থানার পুরানাপৈল বাজার এলাকা থেকে রোববার সকাল পৌনে ৯টার দিকে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামী মোঃ আব্দুল ওয়াহাব (২৪) ও আরেক অভিযানে জেলার সদর থানার কুঠিবাড়ি বাজার এলাকা থেকে বেলা সাড়ে ১২ টার দিকে মোঃ কাউসার (৩৬) কে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে জেলার সদর থানার চকবরকত ইউনিয়নের অন্তর্গত নওপাড়া গ্রামস্থ পল্লীবালা বাজারের পশ্চিম পার্শ্বে জনৈক জয়নাল আবেদীনের পুুকুরের দক্ষিণ পার্শ্বে গাছের ডালের সাথে একই গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে ওয়াজকুরুনী ওরফে সজীবের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় সদর থানায় অপমৃত্য মামলা দায়ের করা হয়। থানা পুলিশ মামলার কোন সুরাহা করতে না পারায় মামলাটি সিআইডি‘র কাছে হস্তান্তর করা হয়।
অপর এক অভিযানে মাদক মামলার এজাহার নামীয় আসামী জেলার সদর থানার দোগর মোনারপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে মোঃ কাউসারকে আটক করে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।