


অক্টোবর ২৯: উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশের ইয়ান আন শহরের কাও ছিয়াও জেলার নান কৌ গ্রামে এখন সোনালী শরতকাল চলছে। পাহাড়ে আপেল বাগানে এখন আপেল তোলার সময়। গত ২৬ অক্টোবর বিকেলে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এই আপেল বাগানে আসেন। তিনি বাগানে একটি বড় লাল আপেল বেছে নেন। এটি ছিল চীনা কমিউনিস্ট পার্টির কুড়িতম জাতীয় কংগ্রেসের পর প্রেসিডেন্ট সি’র প্রথম বেইজিংয়ের বাইরে সফর।
নান কৌ গ্রামের জলবায়ু, আলো, অক্ষাংশ এবং উচ্চতাসহ বিভিন্ন ভৌগোলিক সুবিধা রয়েছে। এখানকার পরিবেশ আপেল চাষের জন্য খুবই উপযুক্ত। ২০১৬ সালে এই গ্রাম স্থানীয় অবস্থা অনুযায়ী একটি উচ্চ-মানের আপেল বাগান গড়ে তোলে। স্থানীয় গ্রামবাসীরা এ থেকে উপকৃত হয়।
প্রেসিডেন্ট সি গ্রাম পরিদর্শনের সময় আপেলের উত্পাদন ও সেগুলোর বাজারজাতকরণ বিষয়ে খোঁজখবর নেন এবং সবকিছু ঠিকঠাক মতো চলছে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এখানকার জন্য এটি সেরা ও সবচেয়ে উপযুক্ত শিল্প।
সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসে চীনা বেশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়ন বাস্তবায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুজ্জীবনের পথনির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাম পরিদর্শনকালে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসের চেতনা ভালোভাবে কাজে লাগাতে হবে। গ্রামীণ পুনরুজ্জীবন ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। কৃষি ও গ্রামের আধুনিকায়ন বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।