


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
দেশের প্রখ্যাত ও ক্রিয়েটিভিটি নির্মাতা হিসেবে পরিচিত শাখাওয়াত শিবলীর নির্মাণে টেলিফিল্ম “হাওয়াই মিঠাই প্রেম”আসছে টেলিভিশনে। আসাদুজ্জামান সোহাগের রচনায় নির্মিত এই টেলিফিল্মে অন্যতম চরিত্রে অভিনয় করেছে তানভীর আনোয়ার,শ্রেয়সী,ইমা,সেলিম,রুবেল,
মনিকানচন।
আগামী (২৬অক্টোবর)বুধবার দুপুর ৩টায় চ্যানেল আই এ বিশেষ টেলিফিল্ম হিসেবে এটি প্রচার হবে।
পরিচালক শাখাওয়াত শিবলী বলেন,পৃথিবীতে এমন অনেক মহান পেশা বা নেশা আছে, যা করতে ক্রিয়েটিভিটির প্রয়োজন পড়ে। এ কথার সাথে একমত না দ্বিমত-সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে একটা বিষয়ে মোটামুটি সবাই কম বেশি এক মত হবেন যে, এদেশের নির্মাণের মান এখন অনেকটাই এগিয়েছে অথবা মানসম্মত করার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
‘হাওয়াই মিঠাই’ আসলে একটা রূপক শব্দ। হাওয়াই মিঠাইয়ের মতো ধোকায় পরে কেউ যাতে জীবনে বড় রকমের কোন ভুলে পা দিয়ে ধ্বংস হয়ে না যায় সেটাই নানান হাস্য রসাতক্ব উপায় ও গল্পের ছলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান নির্মাতা। টেলিফিল্মটি গাজীপুরের পুবাইলের বিভিন্ন স্পর্টে শুটিং করা হয়েছে।