


অক্টোবর ১৮: চীনের শিক্ষা মন্ত্রণালয়ের দেশি-বিদেশি ভাষা বিনিময় সহযোগিতা কেন্দ্রের উদ্যোগে, চ্য চিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহায়তায়, ‘মনোজ্ঞ এশীয়ান গেমস–হাংচৌ’ শীর্ষক অনলাইন ‘চীনা ভাষা সেতু’ প্রতিযোগিতা সম্প্রতি শেষ হয়েছে।
ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যাণ্ড, রাশিয়া এবং ঘানাসহ ১২টি দেশের ৫ শতাধিক শিক্ষার্থী এক সপ্তাহের অনলাইনে মাধ্যমে ‘লিয়াং চু’, ‘পশ্চিম হ্রদ’, ‘বেইজিং-হাংচৌ’ মহাখাল এবং হাংচৌ এশিয়ান গেমস স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় তাঁরা চীনা রীতি-নীতি ও সংস্কৃতি সম্পর্কে ধারণা পান।
অংশগ্রহণকারীরা এশিয়ান গেমসের মূল সঙ্গীত, এরোবিকস, মাসকট আঁকাসহ বিভিন্ন নতুন ব্যবস্থার মাধ্যমে চীনা ভাষা শেখার পাশাপাশি বহুমুখী দৃষ্টিগণ থেকে আধুনিক চীন ও হাংচৌ এশিয়ান গেমস উপলব্ধি করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।