


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম এর বাকলিয়া থানা এলাকায় পিকআপ ঢোকার বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে লেবার সর্দার মাসুদ খুনী’র গ্রেফতার ২জন।
২০অক্টোবর দুপুর দেড়টায় বাকলিয়া থানাধীন মোজাহের কলোনী থেকে অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যে নৃশংস হত্যাকান্ডে জড়িত আসামী মোঃ সোহাগ (২২)’কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,নগরীর কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জের চাঁনমিয়া লেইন সামির ট্রেডিং নামক প্রতিষ্ঠানের সামনে গত ১৭অক্টোবর সন্ধ্যা ০৭.২০ টার সময় আসামী রাসেল মিয়া, সাদ্দাম,সোহাগ সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী বেআইনী জনতাবদ্ধে লেবার মাঝি মোঃ মাসুদকে এলোপাতাড়ী কিল, ঘুষি মারতে মারতে এবং ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে লেবার মাঝি মোঃ মাসুদ এর বুকে ও পেটে এলোপাতাড়ী ঘাই মেরে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে।
উক্ত ঘটনায় লেবার মাঝি মোঃ মাসুদ এর ছেলে মোঃ বাবুল বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা দায়ের করেন।ভিকটিম মাসুদ মাঝি ১৯-১০-২০২২ সকাল ০৮:৪৫ চার সময়: চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
মামলাটি রুজু হওয়ার পর কোতোয়ালী থানার অফিসার নিয়ে একাধিক চৌকস টিম গঠন করা হয়। তারা আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের শনাক্ত পূর্বক আসামী মোঃ সোহাগ গ্রেফতার করা হয়।