


অক্টোবর ২১: গত ১৮ অক্টোবর “স্টারলাইট ইন দ্য স্নো-তিব্বতীয় ঐতিহ্যগত সংস্কৃতি ও শিল্প প্রদর্শনী” চীনের তিব্বতবিদ্যা গবেষণাকেন্দ্রে উদ্বোধন হয়। চীনের তিব্বত সংস্কৃতি সুরক্ষা ও উন্নয়ন সমিতি, তিব্বতবিদ্যা গবেষণাকেন্দ্রের যৌথ উদ্যোগে এবং তিব্বতের সংস্কৃতিক জাদুঘরের সহায়তায় এবারের প্রদর্শনী আয়োজিত হয়েছে।
আরহাত থাংকাস, তিব্বতীয় সীল এবং এমবসড ব্রোঞ্জের অলঙ্কারসহ ৩২১ সেট জিনিস প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীতে তিব্বতের সকল জাতিগোষ্ঠীর লোকদের রীতিনীতি, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।