


অক্টোবর ১২: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘দেশ প্রশাসন’ শীর্ষক গ্রন্থের প্রথম খণ্ড আইসল্যান্ডিক ভাষায় অনূদিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) আইসল্যান্ডের রাজধানী রেকিয়াভিকের হারপা সম্মেলনকেন্দ্রে অনূদিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। আইসল্যাণ্ডের সাবেক প্রেসিডেন্ট মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চীনের বৈদেশিক ভাষা ব্যুরোর মহাপরিচালক তু চান ইউয়ান ভিডিও-ভাষণ দেন। আইসল্যাণ্ডে চীনা রাষ্ট্রদূত, আইসল্যাণ্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব, প্রেসিডেন্ট কার্যালয়ের মহাপরিচালক, এবং বোকা ফেরাজিদ প্রকাশনা কোম্পানির প্রতিনিধিসহ বিভিন্ন মহলের ৬০ জন অতিথিও এতে উপস্থিত ছিলেন।
চীনের বৈদেশিক ভাষা ব্যুরোর মহাপরিচালক তু অনুষ্ঠানে বলেন, এই গ্রন্থের মধ্য দিয়ে দেশ পরিচালনা ও বৈশ্বিক ব্যবস্থাপনা সমস্যায় প্রেসিডেন্ট সি’র গভীর সুচিন্তিত ধারণা ফুটে উঠেছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘দেশ প্রশাসন’ শীর্ষক গ্রন্থের প্রথম খণ্ডটি এরই মধ্যে ৩৭টি ভাষায় অনূদিত হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।