সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাচাঁদাবাজ চক্রের মূলহোতা'সহ ২সহযোগী আটক র‍্যাব-৭

চাঁদাবাজ চক্রের মূলহোতা’সহ ২সহযোগী আটক র‍্যাব-৭

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
চট্রগ্রাম হাটহাজারী হতে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাক আটকিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের মূলহোতা ফোরকান (শুক্কুর) ও তার দুই সহযোগী আটক করেছে র‍্যাব-৭।

১১ই অক্টোবর মঙ্গলবার ভোর ০৬টা ৩০মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।উক্ত ঘটনার সাথে জড়িত আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়,ভুক্তভোগী মোহাম্মদ ইয়াছিন পেশায় একজন প্রভাষক। তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ পরিচালনা করে আসছেন। এলাকার চিহিৃত চাঁদাবাজ ফোরকান ও তার সহযোগীরা ভুক্তভোগীর নিকট ঘর নির্মাণের অনুমতি বাবদ চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে বসত বাড়ীতে বালি ভরাট করতে দিবে না মর্মে হুমকী প্রধান করে । ভুক্তভোগী বাধ্য হয়ে চাঁদাবাজ ফোরকান’কে ১০ হাজার টাকা প্রদান করেন এবং তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ শুরু করেন। গত ১০ অক্টোবর সোমবার বিকেল ৫ টায় মোহাম্মদ ইয়াছিন তার বসত বাড়ীতে বালি ভরাট করা জন্য ০২টি ট্রাকে বালি নিয়ে তার নির্মাণাধীন বাড়ীর সামনে পৌছালে চাঁদাবাজ ফোরকান ও তার সহযোগীরা ট্রাক থেকে বালি আনলোড করতে বাধা প্রধান করে এবং ভুক্তভোগী মোহাম্মদ ইয়াছিন এর নিকট আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।

পরবর্তীতে মোহাম্মদ ইয়াছিন র‌্যাব-৭ চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। র‌্যাব-৭, চট্টগ্রাম ভুক্তভোগীর আবেদনের বিষয়টি মানবিকতার সহিত আমলে নিয়ে উল্লেখিত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে ১১ই অক্টোবর মঙ্গলবার ভোর ০৬টা ৩০মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

উক্ত ঘটনার সাথে জড়িত আটককৃতরা হচ্ছে- শহরের থানা পাড়া এলাকার মৃত- আব্দুল করিম এর ছেলে ফোরকান,
আব্দুল মোতালেবের ছেলে রাশেদ,জাহাঙ্গীরের ছেলে আসিফ, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজী ও ছিনতাই করে চাঁদা আদায় করে আসছে।
সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত ০১ নং আসামী মোঃ ফোরকান শুক্কুর এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায়-০২ টি অস্ত্র, চুরি ও ডাকাতি সংক্রান্ত মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট