বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাজয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের সদর থানার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি গাঁজাসহ মোঃ সবুজ মিয়া (২৮), মোঃ সুজন (২০) ও মোছাঃ জরিনা বেগম (৪২) নামের তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি, ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে সোমবার পূর্বরাত পৌনে ১২ টার দিকে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার ব্রাক্ষণ পাড়া থানার তেতাভুমি গ্রামের হারুনর রশিদের ছেলে মোঃ সবুজ মিয়া ও একই এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ সুজন ও মৃত হারেস মিয়ার স্ত্রী মোছাঃ জরিনা বেগমকে হাতেনাতে গ্রেফতার করে।

র‍্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে পাঁচবিবিতে গাঁজা নিয়ে যাচ্ছে এরূপ সংবাদ র‌্যাবের গোয়েন্দা সোর্স থেকে প্রাপ্তির পর র‌্যাবের অপারেশনাল দল জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের পূর্বক সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট