রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাপবিত্র“ঈদ-এ-মিলাদুনবী”জুলুসে র‌্যালী সুষ্ঠুভাবে সম্পন্নে সিএমপি'র নির্দেশনা

পবিত্র“ঈদ-এ-মিলাদুনবী”জুলুসে র‌্যালী সুষ্ঠুভাবে সম্পন্নে সিএমপি’র নির্দেশনা

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

পবিত্র“ঈদ-এ-মিলাদুনবী”উপলক্ষে অনুষ্ঠিতব্য ধর্মীয় র‌্যালী সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্তে উল্লেখিত নির্দেশনা।আগামী ০৯/১০/২০২২খ্রিঃ তারিখ পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী এর জশ্‌নে জুলুস উদযাপন উপলক্ষে জুলুস-এর র‌্যালী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিএমপি সূত্রে জানা যায়,প্রেস বিজ্ঞপ্তি এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ০৯/১০/২০২২খ্রিঃ জুলুস-এর র‌্যালী যথাযথ মর্যাদায় উদযাপনকালীন বিপুল সংখ্যক লোকের সমাগমে র‌্যালীসহকারে, নগরীর কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মোড়-গণি বেকারী মোড়-জামালখান মোড়-আসকারদীঘির পাড়- কাজিরদেউরী মোড়-আলমাস মোড়- ওয়াসা মোড় হয়ে জিইসি অভিমুখে চলাচলের কারণে নিম্নোক্ত মোড়/ স্থানগুলোতে আগামী ০৯/১০/২০২২খ্রিঃ তারিখ সকাল ০৮.০০ ঘঃ হতে দুপুর ১৪.০০ ঘটিকা পর্যন্ত র‌্যালী অভিমুখী সড়কে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

উক্ত জশ্‌নে জুলুস র‌্যালী চলাকালে নগরীর ০১) মেডিকেল হতে অলিখাঁ রোডের মুখ, ০২) তেলিপট্টি মোড়, ০৩) চকবাজার থানা রোডের মুখ, ০৪) সিজিএস স্কুল মোড়, ০৫) প্যারেড কর্ণার, ০৬) গণি বেকারী মোড়, ০৭) জামালখান মোড়, ০৮) নুর আহা¤মদ সড়কের মুখ, ০৯) স্টেডিয়াম গোল চত্ত¡র, ১০) আলমাস সিনেমা মোড়, ১১) এসএইচ খান ফিলিং স্টেশন, ১২) পল্টন রোডের মুখ এবং ১৩) শিল্পকলা একাডেমী রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে উক্ত সময়ে র‌্যালী অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পবিত্র “ঈদ-এ-মিলাদুনবী”উপলক্ষে অনুষ্ঠিতব্য ধর্মীয় র‌্যালী সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্তে উল্লেখিত নির্দেশনা সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণ’সহ সংশ্লিষ্ট সকল’কে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

উক্ত ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট