


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বন্দরটিলায় ফুটপাত ও রাস্তা থেকে প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও ৬ ব্যক্তিকে ২১ হাজার টাকা জরিমানা।
আজ বৃহস্পতিবার (৬সেপ্টেম্বর)নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা ও নেভী হাসপাতাল গেইট এলাকায় রাস্তার উভয় পাশে অবৈধ দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করে রাস্তার জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। এই সময় অবৈধভাবে রাস্তায় ব্যবসা করার অপরাধে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে ৩ ব্যক্তিকে ৬ হাজার টাকা সহ সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম।