


জিএম, ভালুকা প্রতিনিধি:-
আনসার ভিডিপি’র ময়মনসিংহ রেঞ্জের উপ-পরিচালক ড: সাইফুর রহমান বলেছেন,সারা দেশের পুজামন্ডপে নিরাপত্তা দিতে নিরলস ভাবে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০লক্ষ সদস্য। ময়মনসিংহে সার্বক্ষনিক টহল ডিউটি করছে ৩ হাজার টিম।
। সরকারের নির্দেশনায় পুজার শুরু থেকেই দেশের প্রতিটি গ্রাম ও মহল্লায় সার্বক্ষনিক জাগ্রত রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল।
রবিবার সন্ধারাতে ময়মনসিংহের ভালুকা নতুন বাসস্ট্যান্ড রায়বাড়ী পুজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় শেষে গনমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমান্ডেন্ট ডাঃ মোস্তারী জাহান ফেরদৌসী, ভালুকা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বীরেন রায়,
মন্দির কমিটি’র সভাপতি সঞ্জিত সরকার, মন্দির কমিটি’র সাধারন সম্পাদক রতন রায়সহ মন্দিরে আগত পুজারীগন। শুরুতেই ঢাকের বাদ্য আর উলুধ্বনী’র মাধ্যমে অতিথিদের স্বাগত জানান মন্দিরের পুন্যার্থীরা।