বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাভালুকা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

ভালুকা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

জিএম , ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নং ভালুকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দীনের বিরুদ্ধে ভিন্নমুখী অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভালুকা ইউনিয়নের বাশিল মৌজায় ১৯৫ দাগে প্রধানমন্ত্রীর দেয়া ভুমিহীনদের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত লোকজনের একমাত্র যাতায়াতের রাস্তাটি ইটের সলিং দিয়ে তৈরি ছিল। ভুক্তভোগীদের অভিযোগ প্রকল্প নির্মাণ কাজ শেষে দূর্নীতিপরায়ন এই কর্মকর্তা টাকার বিনিময়ে তৈরিকৃত রাস্তার সমস্ত ইট স্থানীয় ইলেকট্রিশিয়ান রহিমের কাছে বিক্রি করে দেয়। রহিম সেই ইট দিয়ে বসতঘরের ফ্লোর এবং বারান্দা নির্মানের কাজ করেন। এছাড়াও ভুমি কর্মকর্তা হেলাল উদ্দীনের সহায়তায় আশ্রয়ন প্রকল্পের নির্মিত চারটি ঘর রহিমের
দখলে রয়েছে বলে জানান অনেকেই।অসাধু নায়েবকে খুঁটি করে পরবর্তী আশ্রয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ভুমিতে বাড়ি নির্মাণ করে দেদারসে বাড়ি ভাড়া দিয়ে বানিজ্য করছেন রহিম। রহিমের বিরুদ্ধে প্রকল্পের দেয়ালে টানানো বঙ্গবন্ধুর ছবিসহ পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ও করেন অনেকে। এদিকে বছর না যেতেই ভূমিহীন দেয়া প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের নির্মিত অধিকাংশ ঘরেই ফাটল এবং গর্ত হয়ে গেছে। অনিয়মের বেড়াজালে গরিবের জীবন শেষ। উল্লেখিত
বিষয়গুলো নিয়ে এলাকার সচেতন মহল বার বার প্রতিবাদ জানালেও কাউকে তোয়াক্কা করছে না ভুমি কর্মকর্তা। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। শীঘ্রই এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে দাবি সচেতন মহলের। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ এনামুল হক বলেন, অভিযোগ পেয়েছি।অনিয়ম করলে কোন কর্মকর্তাকেই ছাড় দেয়া হবে না বলে তিনি জানান, অভিযোগ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট