বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলানিখোঁজ যুবকের সন্ধান চাই পরিবার।

নিখোঁজ যুবকের সন্ধান চাই পরিবার।

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন এলাকা হতে মানসিক ভারসাম্যহীন যুবক হানিফ মিয়া (২১) রহৎস্যজনক ভাবে নিখোঁজের সন্ধান চাই পরিবার।আশেপাশে সব জায়গায় অনেক খুজাখুজি করেও পরিবার এ পর্যন্ত কোন প্রকার সন্ধান পাইনি।

আজ শনিবার (১অক্টোবর) পরিবার সন্তানের খোঁজে নিখোঁজ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাণাধিক প্রিয় সন্তানের খোঁজ খবর পাওয়ার আকুল আবেদনে আশা ভরসায় কেঁদে ওঠে।ফিরে পাওয়ার আকুল আর্জিতে,মানসিক দুশ্চিন্তা,হতাশায় দিনপাত করছে পরিবার। প্রতিটি মুহূর্তে দীর্ঘশ্বাস ছাড়ছে কখন ফিরে পাবে সে আশায়?

গত২৭সেপ্টেম্বর( মঙ্গলবার)সকাল আনুমানিক ৯ টায় মোঃ হানিফ মিয়া বাবার সাথে কাজে যায় জিইসি মোড়ে। প্রস্রাব করার কথা বলে গেট থেকে বের হয় পরে আর ফিরে আসে নাই,অনেক চেষ্টা করেও সন্ধান মেলেনি নিখোঁজ হানিফের।পরিবারের তথ্যমতে ছেলটির কাজকর্ম করতে পারলেও মানসিক ভারসাম্যহীন বলে জানায়। হামজারবাগ রাজগঞ্জ আবাসিক এলাকায় বসবাস করতো।গায়ের রং শ্যামলা,
মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি,হারানোর সময় তার পরেনে ছিল নীল রং শার্ট।

এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানায় একটি (নং-১৮০৩/২২)
সাধারণ ডায়রি করা হয়।যদি কেউ সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ করেপাঁচলাইশ মডেল থানা/অথবা ০১৩২২-০১৬৭৭১ নাম্বারে যোগাযোগের আকুল আবেদনে অনুরোধ রইলো।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট