বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন গুজবে কান দিবেন নাঃ এসপি শহীদুল ইসলাম

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন গুজবে কান দিবেন নাঃ এসপি শহীদুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কাচারী বাড়ি মসজিদে জুমার নামাজের আগে সাধারণ মুসল্লিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

তিনি আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে সকল ধর্মাবলম্বীদের শান্তি শৃংখলা বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন এবং কোনো ধরনের গুজবে কান না দেয়ার জন্য মুসল্লিদের আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যা। এসময় আরো মাঝে ছিলেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি, ট্রাফিক ইন্সপেক্টর এসএম আসাদুজ্জামান প্রমূখ।

পুলিশ সুপার মুসল্লিদের উদ্দেশ্যে আরও বলেন, নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্য রয়েছে। কোনো কুচক্রি মহলকে তা নষ্ট করতে দেয়া যাবেনা। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বছর দূর্গা পুজায় মাঠে কাজ করবে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ,র্যাব।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট