সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাচসিকে'র কর বৃদ্ধি নয় বঞ্চিতকর আওতায় আনা হল- আফরোজা

চসিকে’র কর বৃদ্ধি নয় বঞ্চিতকর আওতায় আনা হল- আফরোজা

মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর বৃদ্ধি নয় শুধুমাত্র নতুন ও বর্ধিত স্থাপনাসহ বঞ্চিতকর যা কিনা নিয়ম অনুযায়ী করের আওতায় আনা হয়েছে। চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে সিডিএ আবাসিক এলাকার করদাতাদের সাথে তাৎক্ষনিক রাজস্ব সার্কেল-৭ কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হলে এ-সব কথা বলেন।

আজ বৃহস্পতিবার (২৯সেপ্টম্বর) সকালে নগরীর দক্ষিণ আগ্রাবাদ এলাকায় পরিদর্শন করতে গিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি পৌরকর মূল্যায়ন নিয়ে এলাকাবাসীর মতামত শুনেন এবং পূন:মূল্যায়নে কথা বলেন।

তিনি বলেন,২০১৭ সালে কর পূন:মূল্যায়নে মেয়র রেজাউল করিম চৌধুরী কোন কর বৃদ্ধি করেন নাই। কর বৃদ্ধি নয় শুধুমাত্র নতুন ও বর্ধিত স্থাপনাকে করের আওতায় আনা হয়েছে।

তিনি আরো বলেন,এরপরও যদি কোন করদাতা বিক্ষুব্ধ হয়ে থাকেন তাঁদের পূর্বের বকেয়া কর পরিশোধ পূর্বক আপীল করার পরামর্শ দেন। করদাতা আপিল রিভিউ বোর্ডের সিদ্ধান্তে সন্তুÍষ্ট নাহলে সরাসরি মেয়রের সাথে যোগাযোগ করতে পারবেন। এবিষয়ে সিটি মেয়র চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। নগরীতে গৃহকর নিয়ে বিভ্রান্ত ছড়ানোর যে অপচেষ্টা চলছে তা দুঃখজন। বিগত ২০০৯সালে কর পুন:মূল্যায়ন করা হয়েছিলো তারপর আর পৌরকর মূল্যায়ন করা হয়নি। ২০১৭সালে সরকারি নির্দেশনা অনুযায়ী কর পুন:মূল্যায়ন করা হলে তা পরবর্তীতে স্থগীত হয়।

বর্তামনে আবারও সরকারি নির্দেশনার আলোকে সিটি কর্পোরেশন কর পুন:মুল্যায়নের উদ্যোগ নেয়া হয়।সিটি মেয়র আপীলের মাধ্যমে রাজস্ব সার্কেলের কর্মকর্তাদের সর্বোচ্চ সহনীয় পর্যায়ে কর নির্ধারনের নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে পত্রিকায় দুইজন কর্মকর্তার মোবাইল নম্বরসহ বিজ্ঞপ্তি প্রচার করে জনসাধারণকে অবহিত করা হয়েছে। আপনাদের কোন অভিযোগ থাকলে উক্ত কর্মকর্তাগনের সাথে যোগাযোগ করে তা নিষ্পত্তি করতে পারেন।

পরে এলাকাবাসিকে সাথে নিয়ে তিনি দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কার্যালয়ের সামনে নির্মিত ব্রীজের কাজ পরিদর্শন করেন। এছাড়া নগরীর আগ্রাবাদ এক্সেস রোড,এয়ার পোর্ট রোড, আমবাগান রোড বাইলেইন, তিন পোলের মাথা, চৈতন্যগলি,পাথরঘাটা জেলে পাড়া রোড,ফিরিঙ্গী বাজার, হাটহাজারী রোড এবং বায়জিদ বোস্তামী এলাকায় বর্ষায় ক্ষতিগ্রস্থ সড়কের প্যাচওয়ার্কের কাজ পরিদর্শন করেন। তিনি আসন্ন দূর্গাপুজায় সড়কে যানবাহন ও জনচলাচলের কোন দূর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে নিয়মিত মনিটরিং ও সংস্কার কাজ চালিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী,এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু,মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান,সহকারী প্রকৌশলী তৌহিদুল হাসান,উপসহকারী প্রকৌশলী এটিএম সেলিম রেজাসড়ক পরিদর্শক মো.ইকবাল হোসেন,আওয়ামী লীগ নেতা,এহতেশামুল হক নাহিদ,কাইজার উদ্দিন,আবদুল মজিদ চান্দু,সাইদুল আলম,যুবলীগ নেতা মো.আকতার হোসেন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট