মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাজেলা পুলিশ সুপারের উদ্যোগে অপরাধ নিয়ন্ত্রণে ১৬০ সিসি ক্যামেরা

জেলা পুলিশ সুপারের উদ্যোগে অপরাধ নিয়ন্ত্রণে ১৬০ সিসি ক্যামেরা

মোঃ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে অপরাধ নিয়ন্ত্রণ ও সনাক্তকরণের লক্ষ্যে ১৬০ সিসি ক্যামেরা কন্ট্রোল ও মনিটরিং সেন্টার উদ্বোধন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সুধারাম মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি মো.আনোয়ার হোসে।

এ সময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নবাগত পুলিশ সুপার দীপক জৌতি খিসা, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি অপরাধ নিয়ন্ত্রণে ও সনাক্তকরণে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদের সহযোগিতা করার জন্য আহবান জানান। সুধারাম থানায় বিভিন্ন পয়েন্টে ১০০টি সিসি ক্যামেরা ও বেগমগঞ্জ, চৌমুহনীতে ৬০টি সিসি ক্যামেরা কন্ট্রোল ও মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য সম্প্রতি জেলা শহর মাইজদী ও তার আশপাশে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা বেশ কয়েকটি ঘটনা জনমনে বিরূপ ভাব সৃষ্টি হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট