


মো: মুক্তার হোসেন বেনাপোল (যশোর) প্রতিনিধি :
যশোরের বেনাপোলে পরোয়ানা ভুক্ত পলাতক ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলোঃ
১। মোঃ সেলিম সর্দার, পিতা-মৃত শহীদ সর্দার,সাং-নারায়নপুর, ২। মোঃ জসিম উদ্দিন, পিতা-মৃত ইয়ার আলী, সাং-বোয়ালিয়া, ৩।মোঃ কালু মিয়া, পিতা-আবু মোড়ল, সাং-সাদীপুর, ৪। মোঃ নজরুল ইসলাম ফকির, পিতা-মৃত নওয়াব আলি ফকির, সাং-ভবেরবেড়, ৫। মোঃ তৈহিদ কারিগর, পিতা-আব্দুল ওহাব কারিগর, সাং-ভবেরবেড়, ৬। মোঃ সালাম, পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-ভবেরবেড়, ৭। রাফুল ধাবক, পিতা-মোঃ সাদেক ধাকব, সাং-পুটখালী, ৮। মোঃ জাকির হোসেন ওরফে ডাকারিয়া, পিতা-মৃত রুস্তম আলী, সাং-ভবেরবেড়, ৯। মোঃ হৃদয় হোসেন, পিতা-মোঃ আনারুল ইসলাম, সাং-বড় আঁচড়া, ১০। মোঃ আইয়ুব হোসেন, পিতা-করিম গাজী, সাং-বড় আঁচড়া, ১১। মোঃ দাউদ আলী, পিতা-মৃত শুকুর আলী, সাং-কাগমারী, ১২। মোঃ আব্দুল্লাহ, পিতা-সামছুর রহমান, সাং-কাগমারী, ১৩। কোরবান বিশ্বাস, পিতা-আকবর বিশ্বাস, সাং-বালুন্ডা, ১৪। শহিন ধাকব, পিতা-বাঁচা ধাবক, সাং-পুটখালী,১৫। মোঃ মুস্তাক আলী, পিতা-মোঃ তোরাব আলী, সাং-সাদিপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন,
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।