


জিএম, ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলা মেদুয়ারি ইউনিয়নের সোয়াইল গ্রামে পারিবারিক শত্রুতার জেরে পরিকল্পিত হামলায় ফারুক হোসেন নামে একজন আহত হয়েছে।এ ব্যাপারে আহত ফারুকের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারি ইউনিয়নের সোয়াইল গ্রামের তাছেন আলীর ছেলে ফারুক ও বিল্লাল হোসেনের সাথে একই এলাকার আবুল হোসেনের পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শুক্রবার রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় নিজ শ্বশুর বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে দেশীয় অস্ত্র হাতে আবুল হোসেন তার দুই ছেলে শফিকুল ও রফিকুল ইসলাম সহ অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ফারুক হোসেনের উপরে পেছন দিক থেকে অতর্কিত হামলা চালায়।এ সময় আবুল হোসেনের নেতৃত্বে শফিকুল ইসলাম তার হাতে থাকা দা দিয়ে ফারুকের মাথায় কুপ দিয়ে কাটা রক্তাক্ত জখম করে এবং তাকে এলোপাথাড়ি মারপিট করে । এসময় ফারুকের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে কে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উল্লেখ্য, পূর্বেও ফারুক হোসেন ও বিল্লাল হোসেন কে আবুল হোসেনের পরিবার বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে। ইতিপূর্বে ও দুই পরিবারের মধ্যে ঝগড়া ও দ্বন্দ্ব লেগেই ছিল ।এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিচার দাবি করে বিল্লাল হোসেন বলেন, আমার ভাইকে একেবারে মেরে ফেলার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর এ হামলা করা হয়েছে। আমি এদের কঠিনতম শাস্তির জোর দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।