রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাবিতীয় বারের মত যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন এসআই এটিএম তারিকুল ইসলাম

বিতীয় বারের মত যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন এসআই এটিএম তারিকুল ইসলাম

বেনাপোল প্রতিনিধি: যশোর জেলায় দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন শার্শা থানার এসআই(নিরস্ত্র)/এটিএম তারিকুল ইসলাম।

মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক, বিশেষ ভাল কাজে অবদান রাখা এবং বিভিন্ন মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করছেন এসআই এটিএম তারিকুল ইসলাম। এ দিয়ে তিনি যশোর জেলায় পর পর দুইবার শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন।

বুধবার জেলা পুলিশ আয়োজিত মাসিক অপরাধ সভায় যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বিপিএম (বার) পিপিএম শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে এসআই (নিরস্ত্র)/এটিএম তারিকুল ইসলামের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) এটিএম তারিকুল ইসলাম জানান, তিনি অত্যন্ত সততার সাথে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। সম্মাননা পাওয়ায় তার দায়িত্ব আরো বেরে গেছে উল্লেখ করে তিনি বলেন, ন্যায় নীতি ও সততার সহিত দায়িত্ব পালন করলে সহজেই সাধারণ মানুষের ভালোবাসা এবং আস্থা অর্জন করা যায়। আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত সঠিকভাবে পালন করতে পারি সেজন্য আমি সবার নিকট দোয়া চাচ্ছি। পুরস্কারের এ ধারা আমি যেন অব্যাহত রাখতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট