রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
spot_img
বাড়িআঞ্চলিকদুমকিতে দিনমজুরের বসত ঘরে গাছ পড়ে ব্যপক ক্ষয়ক্ষতি !

দুমকিতে দিনমজুরের বসত ঘরে গাছ পড়ে ব্যপক ক্ষয়ক্ষতি !

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে বাতাসে রেইনট্রি গাছ উপড়ে পড়ে এক দিনমজুরের বসতঘর বিধ্বস্ত হয়েছে। এতে তার ৫ লক্ষাধিক টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে দাবি পরিবারটির।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামের দিনমজুর মোঃ মিজানুর রহমানের বসতঘরের ওপরে বিশাল রেইনট্রি গাছ পড়ে আছে। ভেঙে চুরমার হয়ে গেছে ঘরের অধিকাংশ জায়গা।

মিজানুরের বৃদ্ধ বাবা নুরু হাওলাদার চায়না বাংলাকে বলেন, আমার পরিবারে কেউ চাকরিজীবী নেই। আমার ছেলেরা দিনমজুরি কাজ করে। দিনশেষে এই ঘরডার মধ্যে সবাই থাকি আজ তাও শেষ হয়ে গেলো! এখন আমরা এই বৃষ্টির মধ্যে কই থাকমু?

দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, গাছ পরে বসতঘর বিধ্বস্তের খবর পেয়েছি। ইতিমধ্যে আমি পরিদর্শনও করেছি এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট বিভাগ ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।  
#

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট