


আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
জানা গেছে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের বাস্তবায়নে ও শিক্ষা প্রকৌশল অধিদফতর নেত্রকোনা জোনের তত্ত্বাবধানে ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত হয় চার তলা বিশিষ্ট এই নতুন একাডেমিক ভবন।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বালিকা উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক চন্দনা রানী তালুকদারের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ক্যামেলিয়া মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক,কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আব্দুল ওয়াজেদ, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্র লীগের আহবায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা ওলামালীগের সভাপতি তরিকুল ইসলাম,ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাসুদ কবীর,কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, শিক্ষক এইচ এম ইলিয়াস, হাবিবুর রহমান, আব্দুল হেলিম, বাবুল হোসেনসহ আরো অনেকেই।