


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলার বউ বাজার ও বাটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা ও ওজন পরিমাপক বাটখারায় কারচুপি থাকায় এক মাছ ব্যবসায়ীকে ৫শ টাকা জরিমানা ও আদায় করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মো: শামীম হোসেন।
জাতীয় ভোক্তা-অধিকার অফিস সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শামীম হোসেন নওগাঁর সদর উপজেলায় বউ বাজার ও বাটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বউ বাজার ও বাটার মোড় এলাকার মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং পণ্যের প্যাকেটে মূল্য, মেয়াদ উল্লেখ না থাকায় “তাবিব ভ্যারাইটি স্টোরকে ১ হাজার টাকা ও হাজী ভ্যারাইটি স্টোর” কে ৩ হাজার টাকা এবং ওজন পরিমাপক বাটখারায় কারচুপি থাকায় এক মাছ ব্যবসায়ীকে ৫শ টাকাসহ মোট ৪ হাজার ৫শ টাকা জরিমানা ও আদায় করেন জাতীয় ভোক্তা-অধিকার।
এ অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।