সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িশিক্ষাপবিপ্রবিতে কৃষি গুচ্ছের (২০২১-২০২২) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের (২০২১-২০২২) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ রিয়াজুল ইসলাম দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
কৃষি ও কৃষি প্রাধান্য ০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩য় বারের মতো (২০২১-২০২২) শিক্ষাবর্ষের
স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষা আজ (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (পবিপ্রবি) মূল ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বিশ্ববিদ্যালয়ে ৪৪৩ টি সিটের বিপরীতে অত্র বিশ্ববিদ্যালয়ে ৪০০০ চার হাজার জনের আসন বিন্যাস ছিল। সে হিসেবে একটি আসনের জন্য লড়েছেন প্রায় ৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

পরীক্ষায় শিক্ষার্থীদের
উপস্থিতি ছিল ৯৭%।

পরীক্ষার বিষয়ে শারিকা শরীফ হিমি নামের এক পরীক্ষার্থী চায়না বাংলাকে বলেন, প্রশ্নপত্র খুবই মানসম্মত হয়েছে বলে মনে করছি। আশাকরি ভালো কিছু হবে।

বরিশাল থেকে আগত একজন অভিভাবক অত্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ, আনসার ভাইয়েরা ও প্রশাসনের ভাইয়েরা সকলকে সহযোগিতা করে যাচ্ছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পরীক্ষার হল পরিদর্শন শেষে বলেন, পরীক্ষায় কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা  ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও প্রশাসনের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট