


নিজেস্ব প্রতিবেদনঃ রাজশাহীতে চুরির মামলার দায়ে একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ২টার দিকে মহানগরীর মির্জাপুর এলাকায় নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো রুহুল আমিন (৪৭), তার স্ত্রী মোসা: চামেলী বেগম ও ছেলে রাতুল।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় রুহুল আমিন একটি বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আনিস হুমায়ুন রশিদের বাড়ি থেকে ৭৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণ নিয়ে যায়। বেশকিছু দিন পার হওয়ার পরে রুহুল আমিনের কাছে টাকা ও স্বর্ণ চাইতে গেলে তিনি তালবাহানা করে এবং রশিদের ছেলেকে প্রাণ নাশের হুমকি দেয়।
তখন রশিদ মতিহার থানায় অভিযোগ করলে পুলিশ স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হলে কোর্টে মামলা করেন তারা। পরে তদন্তে প্রতিবেদনের দখিলের পর তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়া জারি করে কোর্ট। এর প্রেক্ষিতে গত কাল দুপুর সাড়ে ২ টার তার নিজ বাসায় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, রুহুল আমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের প্রহরী পদে কর্মরত আসছেন।