বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলারাজশাহীতে একই পরিবারের ৩ জনকে চুরির দায়ে গ্রেফতার করেছে মতিহার থানা...

রাজশাহীতে একই পরিবারের ৩ জনকে চুরির দায়ে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ

নিজেস্ব প্রতিবেদনঃ রাজশাহীতে চুরির মামলার দায়ে একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ২টার দিকে মহানগরীর মির্জাপুর এলাকায় নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো রুহুল আমিন (৪৭), তার স্ত্রী মোসা: চামেলী বেগম ও ছেলে রাতুল।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় রুহুল আমিন একটি বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আনিস হুমায়ুন রশিদের বাড়ি থেকে ৭৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণ নিয়ে যায়। বেশকিছু দিন পার হওয়ার পরে রুহুল আমিনের কাছে টাকা ও স্বর্ণ চাইতে গেলে তিনি তালবাহানা করে এবং রশিদের ছেলেকে প্রাণ নাশের হুমকি দেয়।

তখন রশিদ মতিহার থানায় অভিযোগ করলে পুলিশ স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হলে কোর্টে মামলা করেন তারা। পরে তদন্তে প্রতিবেদনের দখিলের পর তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়া জারি করে কোর্ট। এর প্রেক্ষিতে গত কাল দুপুর সাড়ে ২ টার তার নিজ বাসায় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, রুহুল আমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের প্রহরী পদে কর্মরত আসছেন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট