


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আবারো অবৈধ স্থাপনা উচ্ছেদ করল জেলা প্রশাসনের যৌথঅভিযানে।অভিযানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস লাইনের উপর নির্মিত অবৈধ স্থাপনা ও লিংক রোডের দুই পাশের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলা জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট
এ অভিযানে উপস্থিত ছিলেন।
উচ্ছেদে ক্ষতিগ্রস্থদের দাবি,তাদের কোন প্রকার পূর্ব নোটিশ, ঘোষণা,সংবাদ,কোন কিছুই না জানিয়েই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এসময় ক্ষতিগ্রস্থরা আহাকার,আর্তনাদ
,আপত্তিকর দাবি,আকুতি মিনতি শত চেষ্টা করে বসতভিটা রক্ষার আপদার করে।তাঁরা নিরুপায় অসহায় গরীব বিকল্প বসবাসের জায়গা না থাকাতেই বসবাস করছে। দুশ্চিন্তা হতাশা চরম ভোগান্তি দুরাবস্থায় দিশাহারা হয়ে পরে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন,বায়েজিদ লিংক রোডের দুই পাশের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ মাত্রার যে গ্যাস পাইপলাইন আছে তার উপর নির্মাণ করা শতাধিক স্থাপনা অপসারণ করা হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।এসময় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সিডিএ,চসিক,পরিবেশ অধিদপ্তর,পুলিশ,আনসার,কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।