


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
সিএমপি কোতোয়ালী থানার অভিযানে চোরাইকৃত ২১৬টি মোবাইল সেট সহ মোবাইল ক্রয় চক্রের ১০(দশ) সদস্য গ্রেফতার।
বুধবার (০৭সেপ্টম্বর) নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআই মোঃ মোমিনুল হাসান সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। আব্দুল আওয়াল রানা (৩২), ২) মোঃ জাবেদ (৩০), ৩) মোঃ ফরহাদ (২৭),৪) মোঃ হানিফ (২৩), ৫) মোঃ কামরুল ইসলাম(৩৪),৬) মোঃ আবু তাহের রুবেল(২৮), ৭) মোঃ বাপ্পী(২৫),৮) মোঃ ইয়াছিন আলম(২৫), ৯) মোঃ উজ্জল(২২), ১০) মোঃ মাসুদ(২০) দেরকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে ছিনতাই/চোরাইকৃত ২১৬ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সেট উদ্ধার করেন।