


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলায় “আশা ফুড প্রোডাক্ট” নামের একটি বেকারি মালিককে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন।
ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁ অফিস সূত্রে জানা যায়, “আশা ফুড প্রোডাক্ট” বেকারিতে পচা ডিমে কেক, বিস্কুট তৈরি করা হচ্ছে। এমন সংবাদে সেই বেকারিতে অভিযান চালিয়ে প্রমাণ পাওয়ায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সেখানে আরও ৪ শত পিস পচা ডিম ভেঙ্গে ফেলা হয়েছে।
এবিষয়ে ভোক্তা অধিকার নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শামীম হোসেন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক এবং নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিমের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।