


মোঃ রিয়াজুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে ও ইউনিসেফ এর সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা – বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি, স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে এ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভা হাঙ্গার প্রজেক্ট বরিশাল বিভাগীয় কো-অডিনেটর মেহের মালিকা মিতা এর সভাপতিত্বে ও জেলা কো- অডিনেটর মোঃ আবুল হোসেন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সৈয়দ তানভীর হক, মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুমকি, মোঃ মোজাম্মেল হক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ শফিকুল ইসলাম উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার দুমকি, বদরুন নাহার ইয়াসমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুমকি প্রমূখ। এসময় উপজেলার শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভায় কোভিড – ১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদার করন সম্পর্কে মূল বিষয় আলোচনা করেন মেহের মালিকা মিতা। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন এবং কোভিড-১৯ টিকা গ্রহণ, প্রতিবন্ধকতা ও শুপারিশ মালা উপস্থাপন করে আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব জোমাদ্দার, মিডিয়া ব্যক্তিত্ব মোঃ জাহিদুল ইসলাম, জনপ্রতিনিধি হুমায়ূন কবির মৃধা, জান্নাতূল ফেরদৌস ও স্বাস্থ্যকর্মী প্রমূখ।