


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে নওহাটায় অবস্থিত সিফাত হাদীস মামা ভাগ্নে হোটেল ও হোটেল সালাদিয়া হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন।
ভোক্তা-অধিকার নওগাঁ অফিস সূত্রে জানা যায়, রোববার বেলা ১২ টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বাজার তদারকি কালে নওহাটায় অবস্থিত সিফাত হাদীস মামা ভাগ্নে হোটেল ও হোটেল সালাদিয়াকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসী পঁচা খাবার ফ্রিজে সংরক্ষণ ,আয়োডিনহীন লবণ ব্যবহারের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় যথাক্রমে ৩ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ অভিযানে নওহাটা পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম সহযোগীতা করেন। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা-অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন।