রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলানওগাঁয় ফ্রিজে পঁচা বাসি খাবার সংরক্ষণের দায়ে দুই হোটেল মালিককে জরিমানা

নওগাঁয় ফ্রিজে পঁচা বাসি খাবার সংরক্ষণের দায়ে দুই হোটেল মালিককে জরিমানা

অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে নওহাটায় অবস্থিত সিফাত হাদীস মামা ভাগ্নে হোটেল ও হোটেল সালাদিয়া হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন।

ভোক্তা-অধিকার নওগাঁ অফিস সূত্রে জানা যায়, রোববার বেলা ১২ টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বাজার তদারকি কালে নওহাটায় অবস্থিত সিফাত হাদীস মামা ভাগ্নে হোটেল ও হোটেল সালাদিয়াকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসী পঁচা খাবার ফ্রিজে সংরক্ষণ ,আয়োডিনহীন লবণ ব্যবহারের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় যথাক্রমে ৩ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ অভিযানে নওহাটা পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম সহযোগীতা করেন। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা-অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট