


মোঃ রিয়াজুল ইসলাম, দুমকি(পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।
শুক্রবার (২ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশ সুপার পটুয়াখালী জনাব মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী জনাব আহম্মদ মাইনুল হাসান, সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল জনাব শাহেদ আহম্মেদ চৌধুরী মহোদয়দের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ দুমকি মোঃআবদুস সালাম এর তত্বাবধানে এস আই সাকায়েত,এস আই রাজিব, পি এস আই ইব্রাহীম সংগীয় অন্যান্য অফিসার ফোর্স সহ উপজেলার ২ নং লেবুখালী ইউনিয়নের পায়রা সেতু টোল প্লাজার উত্তর পাশে এলাকা থেকে নিয়মিত চেকপোস্ট করা কালীন সময় তাকে আটক করা হয়।
আটক রুবেল সর্দার (২৮) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুসলিমপাড়া গ্রামের রশিদ সর্দারের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।