


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার ও পৃথক আরেক অভিযানে সদর থানার ভেটির বাজার এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ মোঃ রোমান কাজী (২০) ও মোঃ নাদিম মল্লিক (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি, সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেট্রো জেলার কদমতলী থানার বজলু কাজীর ছেলে মোঃ রোমান কাজী ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মৃত সেলিম মল্লিকের ছেলে মোঃ নাদিম মল্লিককে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন জেলার মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলেও জানান।
এবং অপর এক অভিযানে র্যাব-৫, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি, সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার পুরানাপৈল এলাকা হতে ০৪টি ওয়ান শুটারগান উদ্ধার করে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।