


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলার মঙ্গলবাড়ি এলাকায় অবস্থিত রিয়ামুনি বেকারীর মালিক মোঃ আনোয়ার হোসেনকে পাউরুটিতে মেয়াদ সংবলিত স্টিকার না দেয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন।
এবিষয়ে সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন জানান, বৃহস্প্রতিবার দুপুরের দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় মঙ্গল বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পাউরুটিতে মেয়াদ সংবলিত স্টিকার না দেয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ।
এ অভিযানে জেলার প্রতিবন্ধী সেবা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ হুমায়ুন কবির ও নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।