


জিএম, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) বিকালে উথুরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উথুরা বাজারে ভরাডোবা- সাগরদিঘি সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন সারা দেশে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজির বিহীন লোডশেডিং, গণপরিবহণে ভাড়া বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। অনতিবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহবান জানান । এসময় বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরকার, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি নেতা আমানুল্লাহ তাজুন, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি রুহুল আমিন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মোল্লা, পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানবীর হাসান শান্ত, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল খান, ছাত্রদল নেতা মোঃ আবু হানিফ প্রমূখ। এর আগে ভরাডোবা বাজারে উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদল এবং ভরাডোবা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ মান্নানের নেতৃত্বে বিদ্যুতের নজির বিহীন লোডশেডিং, গণপরিবহণে ভাড়া বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ভরাডোবা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।