


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিধবা মঞ্জুয়ারা হত্যা চেষ্টার আসামী উজ্জ্বল গ্রেফতার করেছে থানা পুলিশ । শুক্রবার (২৬ আগষ্ট) গভীর রাতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় বিধবাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে উজ্জ্বল নামের এক চোর। এই ঘটনায় শনিবার নিউজ প্রকাশ হলে ওই দিন রাত ১২ টার দিকে চোরকে নিজ বাড়ি থেকে আটক করে মান্দা থানা পুলিশ।
আহত বিধাবা উপজেলার পরানপুর ইউপির কালাচিতা গ্রামের মৃত লবির উদ্দিনের স্ত্রী এবং গ্রেফতারকৃত চোর উজ্জল হোসেন (৩৫) একই গ্রামের জয়েন উদ্দিন ওরফে চেরুর ছেলে।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, এই ঘটনার সাথে জড়িত উজ্জ্বল হোসেনকে শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।