


মোহাম্মদ মাসুদ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের পৃষ্ঠপোষকতায় যুব রেড ক্রিসেন্ট,চট্টগ্রাম এর আয়োজনে ২০তম শিক্ষা প্রতিষ্ঠান দলনেতা সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়।
অদ্য ২৭ আগষ্ট দিনব্যাপী চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিভিন্ন বিষয়ে সেশন এবং বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উদ্বোধনী পর্বে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ও সোসাইটির জাতীয় যুব কমিশনের চেয়ারম্যান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার।
চট্টগ্রাম জেলা ও সিটি পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত দলনেতাদের দিনব্যাপী বিভিন্ন বিষয়ে সেশন এবং বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।