


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ জয়পুরহাটের সদর থানার বিশ্বাসপাড়া এলাকার শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে মোঃ মোজাহার আলীর বাসার ভাড়াটিয়া ভিকটিম (২৭) এর ঘরে কেহ না থাকার সুযোগে মোঃ শাহীন আলম (২৯) তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এঘটনায় শাহীন আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
ভুক্তভোগী নারী পাশ্ববর্তী জেলা নওগাঁর মহাদেবপুর থানার বাসিন্দা ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক একই জেলার পত্নীতলা থানার পত্নীতলা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব-৫, সিপিসি-৩ জানান, দরিদ্র মহিলাটি ধর্ষনের শিকার হওয়ার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করে। সে প্রেক্ষিতে কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ধর্ষক মোঃ শাহীন আলমকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব।