


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় নারী শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার ৮ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা ইউপির খাগড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫০), মৈনম ইউনিয়নের বর্দ্দপুর (দীঘিরপাড়) গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহীন আলম (২৩), কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩৫), প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা (দিয়ারাপাড়া) গ্রামের মহসিন আলীর ছেলে আব্দুল হাকিম (৪৫), রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের আব্দুস সামাদ শাহ এর ছেলে শামীম ইসলাম (৩২) ও গিয়াস উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (২৬) এবং ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়া নতুন গরুর হাট এলাকার রেজাউল করিমের ছেলে সাগর আলী ওরফে রুবেল (২৮)।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।