


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকা হতে র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক ৬,৬০০ লিটার চোরাই জ্বালানী তেল উদ্ধারসহ ০২ জন চোরাকারবারী আটক এবং চোরাই তেল পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ।
গত ২৩ আগস্ট দুপুর ১ঃ২৫ টায় আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে জাহাজের চোরাই জ্বালানী তেল বহনকারী ২টি ট্রাকসহ আসামী ১। মোঃ রাজিব হোসেন (২২) এবং ২। মোঃ কবির(২৬) আটক করে।
র্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন ফৌজদারহাট এলাকায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর জাহাজের চোরাই জ্বালানী তৈল ক্রয়-বিক্রয় করছে।তথ্যের ভিত্তিতে পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে থাকা ২টি ট্রাক হতে মোট ৩৩ টি তেলের ড্রামে সংরক্ষিত ৬,৬০০ লিটার চোরাইকৃত জ্বালানী তেল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং তেল বহনকারী ট্রাকদুটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘ দিন যাবৎ চোরাই জ্বালানী তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত জ্বালানী তেলের আনুমানিক মূল্য ০৫ লক্ষ ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।