


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে অতিরিক্ত পণ্যবোঝাই প্রাণ কোম্পানীর একটি দ্রুতগামী অটোচার্জার ভ্যান উল্টে জাহিদ হাসান প্রান্ত (২৫) নামে এক ডেলিভারিম্যানের মৃত্যু হয়েছে। নিহত জাহিদ হাসান প্রান্ত নওগাঁ শহরের চকবাড়িয়া মহল্লার মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে নওগাঁ থেকে অটোচার্জার ভ্যানটি অতিরিক্ত পণ্য নিয়ে দ্রুতগতিতে বদলগাছী উপজেলার পারসোমবাড়ী বাজারে যাবার সময় মহেশপুর গ্রামের বুন্দাগাড়ী তিনমাথা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়ীর ডেলিভারিম্যান প্রান্ত গাড়ীর নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, খবর পেয়ে থানার এএসআই হাফিজুল ঘটনাস্থল পরিদর্শন করেন।