


মোঃ আরিফ হোসেন
লক্ষ্মীপুর সদরে একই স্থানে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগের অঙ্গসংগঠন। এতে করে ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আগামীকাল সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টায় সদর উপজেলার পালেরহাট বাজারে সমাবেশ করার ঘোষণা দেয় ওই দুই দল। ।
পুলিশ জানিয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়া কোনো দল সমাবেশ ডাকতে পারে না। আর জেলা প্রশাসন জানিয়েছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, জ্বালানি তেলের মৃল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সদর উপজেলার পালের হাট বাজারে সোমবার বিকেল ৩টায় মহা সমাবেশের ডাক দিয়েছে সদর উপজেলা (পশ্চিম) বিএনপি। এতে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
অপরদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ওই স্থানে একই সময়ে আলোচনা সভা করার ঘোষণা দেয় সদর থানা আওয়ামী লীগ, যুবলীগ ও সদর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া সেখানে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকেও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার ডাক দেওয়া হয়েছে। সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ সমাবেশের ডাক দেয় তারা।
একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হওয়া নিয়ে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা স্থানীয় লোকজন।
সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক মিজান ভূইয়া বলেন, আমরা আগে থেকে পালের হাটে সমাবেশের ডাক দিয়েছি। এটি আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম। একই সময়ে যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশের ডাক দিয়েছে বলে শুনেছি। তবে আমরা আগের সিদ্ধান্তে আছি। কেন্দ্রীয় নেতাদের নির্দেশক্রমে পরবর্তী পদক্ষেপ নেব।
সদর থানা ছাত্রলীগের সভাপতি মো. তারেক মাহমুদ জানান, থানা ছাত্রলীগের উদ্যোগে আমরা পালের হাটে সমাবেশের আয়োজন করেছি। এটি আমাদের পূর্ব ঘোষিত।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, আগস্ট মাসব্যাপী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোকসভা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। পূর্বনির্ধারিত কর্মসূচি হিসাবে আগামীকাল (সোমবার) বিকেলে আমাদের কর্মসূচি আছে পালের হাট।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, বিষয়টি আমাদের নজরদারিতে আছে। অনুমতি ছাড়া কেউ সমাবেশ করতে পারে না। প্রশাসনের কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়েই সমাবেশের আয়োজন করতে হয়। আর আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ মুঠোফোনে বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।