


অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে প্রতিবাদ রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মান্দা উপজেলা আ’লীগের উদ্যোগে ফেরিঘাট বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্ত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল লতিফ শেখ ও মকবুল হোসেন, সহ-সভাপতি অ্যাড. মির্জা মাহবুব বেগ বাচ্চু, আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও আবু বক্কর সিদ্দিক, শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান,জাতীয় শ্রমিকলীগ মান্দা উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মোমেনা খাতুন এবং ছাত্রলীগের সভাপতি মুজাদ্দিদ আল হাবিব (মারুফ) প্রমূখ।
এসময় আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।