


আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দার সদর ইউনিয়ন এর নওগাঁ গ্রামের পূজামণ্ডপে বিদ্যুৎস্পর্শে পাপ্পু নামের (২৭)এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্তপতিবার (১৮ আগষ্ট ) সন্ধ্যা ৭:৩০ মিনিটের দিকে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত পাপ্পু সরকার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়ন এর নওগাঁ গ্রামের পুর্ন সরকারের ছেলে।
জানা যায়,তিনি নওগাঁ গ্রামের পূজা মন্ডপে সাউন্ড বক্সের তার কারেন্ট থেকে ব্যাটারিতে কানেকশন দেয়ার সময় তাৎক্ষনিক বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎ পৃষ্টে মারা যায়।
এ সময় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার সাথে আসা স্বজনরাও জানান, তিনি ইলেকট্রিক শকেই মারা গেছেন।
তবে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খানের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই তাকে শৎকারের ব্যাবস্থা করা হয়।