সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাযমুনা টিভির সাংবাদিক হামলায় মানববন্ধন ও প্রতিবাদ

যমুনা টিভির সাংবাদিক হামলায় মানববন্ধন ও প্রতিবাদ

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম আদালত চত্বরে সংবাদ সংগ্রহে গিয়ে গত বুধবার
আইনজীবী কর্তৃক যমুনা টিভির ২সাংবাদিক মর্মান্তিক হামলার শিকারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সেইসাথে সকল সাংবাদিকদের উপর হামলাসহ
একেরপর এক সাংবাদিকদের অমানবিক হামলা-মামলা হেনস্থা নিপিড়ন,অগনিত ঘটনা ঘটনোর প্রতিবাদে প্রতিকারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

১৮ই আগষ্ট বৃহস্পতিবার চট্টগ্রাম সকল সাংবাদিকদের
পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আইনজীবীর হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরা পারসন আসাদুজ্জামান লিমন।

আইনজীবী কর্তৃক এই ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সিনয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, বিএফইউজে সদস্য আজহার মাহমুদ, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সফিক আহমেদ সাজীব, ফরিদ উদ্দিন খোকন, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদ চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক মুজিবুল হক শুক্কুর সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এই সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ একাত্মতা ঘোষণা করে যোগদেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির চট্রগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,চট্রগ্রাম জাতীয় সাংবাদিক সংস্থা,চট্রগ্রাম রিপোর্টার্স ক্লাব ও অনলাইন প্রেস ক্লাবের,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম,নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতারা বলেন-অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে,সেই সাথে সারা বাংলাদেশে হত্যা, হামলা, মামলা ও নির্যাতনের শিকার সাংবাদিকদের সুরক্ষা আইনের ব্যবস্থা ও দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

আবারো গণমাধ্যম কর্মীদের উপর হামলা করছে স্বার্থন্বেষী মহল। চাইনা বাংলা পরিবারের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট