রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলানোয়াখালীতে এন-রাশ ও জেমস সহায়তায় ঝরে পড়া শিশুদের পাঠদানে ফেরাতে প্রশিক্ষণ কর্মসূচি

নোয়াখালীতে এন-রাশ ও জেমস সহায়তায় ঝরে পড়া শিশুদের পাঠদানে ফেরাতে প্রশিক্ষণ কর্মসূচি

মোঃ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ

ঝরে পড়া শিশুদের আবারও পড়াশোনায় ফেরাতে নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের শিক্ষক, সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকালে বেগমগঞ্জের সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নোয়াখালী ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ ও জেমস্।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মো.গাউসুল আজম পাটওয়ারী, সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছানাউল্লাহ ও জেমস্রে নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী প্রমূখ।

১২ দিন ব্যাপী প্রশিক্ষণে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ৩৫ জন শিক্ষক ও তিনজন সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ঝরে পড়া শিশুদের আনন্দমুখর পরিবেশে পাঠদানের কলাকৌশল সম্পর্কে শিক্ষকদেরকে ধারণা দেওয়া হচ্ছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট