


মোঃ আরিফ হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ঃ
নিজের গর্ভ ধারীনী বৃদ্ধা মাকে পিটিয়ে জখম করলো আমজাদ হোসেন ও তার স্ত্রী। পৈচাশিক ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নে ৬ নং ওয়ার্ড মুক্তারামপুর গ্রামের পোরশ মোহাম্মদ হাজী বাড়ী ওরপে তারার বাগো বাড়ীতে।
আমজাদ একই বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
জানা যায় কথায় কথায় আমজাদ ও তার স্ত্রী অশিতিপর বৃদ্ধা মাকে মারধর করে।
১৫ অগাস্ট সকালে তুচ্ছ ঘটনা নিয়ে বৃদ্ধ মাকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় বিচার চেয়ে তার মা ১ নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে অভিযোগ করে।
অভিযোগের আলোকে, চেয়ারম্যান আমজাদকে তলব করলে সে ইউনিয়ন পরিষদে আসে।
এসময় এ বিষয়ে জানতে চাইলে আমজাদ টয়লেটে যাবে জানায়।
বেশ কিছুক্ষণ টয়লেটে থাকার পর আমজাদের স্ত্রী টয়লেটে উঁকি দিয়ে দেখে আমজাদ অজ্ঞান হয়ে পড়ে থাকার ভান ধরে পড়ে আছে।
এসময় তাকে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে আসার পর আমজাদ চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করে সংবাদ করায়।
স্থানীয় ইউপি সদস্য আঃ মালেক জানান, আমজাদ তাঁর মায়ের কোন খোঁজ খবর নেন না । মা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে । মাকে ভাত খাওয়ায় না, এ নিয়ে বারবার শালিস দরবার হয়।
সোমবার তার বৃদ্ধা মাকে মারধর করে।
বিচার চেয়ে তিনি পরিষদে আসেন।
এ ঘটনায় আমজাদ পরিষদে এসে অজ্ঞান হওয়ার ভান ধরে।
এ বিষয়ে আমজাদের বক্তব্য জানতে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান সে বাড়ি চলে গেছে।
মোবাইলে বক্তব্য নিতে একাধিক বার কল দিলেও সে ফোন রিসিভ করে নি।