


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
ফেসবুক পরিচয়ে ভাইরাল প্রেমের জেরে মনের টানে ছাত্র শিক্ষকের বিয়ে!শত আলোচনায় সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়াসহ সারা দেশজুড়ে! অবশেষে অধ্যাপিকা-মামুন দাম্পত্য জীবনের হল পরিসমাপ্তি।
আজ ভোরে নাটোর বালারিপাড়ার ভাড়া বাসায় তরুণ ছাত্র মামুনের বউ অধ্যাপিকা খাইরুন নাহার গলায় ফাঁস দিয়ে মারা গেছে।
ভবনের বাসিন্দা ও এলাকাবাসীর খবরে পলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল তথ্য সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য পাঠায় ও মামুনকে আটকে করে।/
অসময়ে বিয়েকে কেন্দ্র করে অধ্যাপিকাী পারিবারিক সামাজিক কর্মস্থলে সমালোচনা নানান নেতিবাচক মন্তব্য জেরে মানসিক চাপে আত্মহত্যার কারণ মনে করছে প্রাথমিকভাবে/।তবে অবৈধ পরকীয়া অনৈতিক সম্পর্কের চেয়ে এমন বিয়েকে ইতিবাচক বলেও দাবি করেন সচেতন মহল।/
নাটোর একই উপজেলার শিক্ষিকা ও কলেজ ছাত্র মামুনের পরিচয় ফেইসবুকে। /পরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছয় মাসের প্রেমে গত বছরের ডিসেম্বর মামুনকে বিয়ে করে গোপনে/ বিয়ের ৬ মাস পর ঘটনাটি এলাকায় জানাজানি হলে বেশ আলোচনা-সমালোচনা হয়।
এর আগেও এক ছেলের জননী খায়রুন নাহারের ডিভোর্স হয়েছিল আগের স্বামীর সঙ্গে।
‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না’ সেই মামুন আজ পুলিশ হেফাজতে। তবে,কি এমন অজানা কারণ রহস্য ছিল বাধ্য করল দুনিয়া ছাড়তে। সত্যিই খারাপ লাগছে যা আবারো আলোচিত হল এলাকাসহ দেশজুড়ে।/
নাটোর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃত্যুর কারন রহৎস্য উদঘাটনে তদন্ত চলছে ও যতাযত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।/