বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাসন্তানের হত্যাকান্ডকে'মা'-মামা আটক

সন্তানের হত্যাকান্ডকে’মা’-মামা আটক

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

আকবরশাহ থানাধীন আলহেরা মসজিদ গলিতে
কিশোরের হত্যাকান্ডকে আত্মহত্যা হিসেবে প্রচারণা, গ্রেফতার মা ও মামা ০২,১৬৪ ধারায় জবানবন্দি প্রদান।

পুলিশ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (৯আগষ্ট) রাতে পারিবারিক কলহের জেরে মায়ের ধাক্কায় কিশোর মোঃ হাসান (১৬)লোহার খাটের কোণে পড়ে মাথার পিছনে মারাত্মক জখম পেয়ে অজ্ঞান হয়ে যায়।

তাৎক্ষণিক মা কুলসুম ঘর থেকে বেরিয়ে ডেকে আনে তার ভাই ফারুক’কে। হাসান মারা গেছে মর্মে নিশ্চিত হয়ে ধামাচাপা দেয়ার জন্য ভাই-বোন মিলে মৃত হাসানকে ঘরের প্রবেশ দরজার উপরের ভ্যান্টলেটরের রডের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে মর্মে প্রচারণা চালায়।

তাৎক্ষণিক আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের মা ও মামাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ মৃতের শারীরিক বিভিন্ন নমুনা,প্রতিবেশীদের তথ্য পর্যালোচনা এবং পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে বিষয়টি হত্যাকান্ড এবং কিশোর হাসান’কে মৃত্যুর পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে প্রচারণার বিষয়ে নিয়ে নিশ্চিত হয়।

তৎপর আটক করা হয় মৃতের মা কুলসুম বেগম ও মামা ফারুক ইসলাম’কে। মৃতের বাবা থানায় নিয়মিত মামলা করলে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মৃতের মা কুলসুম বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট আইনের ১৬৪ ধারায় ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে জবানবন্দি প্রদান করেন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট