রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাঅবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা-চসিক

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা-চসিক

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য বাকলিয়া ও আগ্রাবাদে খাল,নালার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ৩ ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা।

আজ মঙ্গলবার (১০আগষ্ট) নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বাদামতলী মোড় সংলগ্ন কেরানীবাড়ী সড়কের নালার অবৈধ দখলদার উচ্ছেদ করে এলাকার পানি চলাচলের পথ সুগম করা হয়। একই অভিযানে পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওয়াইয়াজার পাড়া এলাকায় অবৈধভাবে খালের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়। উক্ত এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য অভিযানে খালের জায়গা থেকে প্রায় ২০টির মতো কাঁচা / পাকা স্থাপনা উচ্ছেদ করে খালের জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। এই সময় রাস্তা ও খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ ও নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩১আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট